Opu Hasnat

আজ ২১ অক্টোবর সোমবার ২০১৯,

গোপালগঞ্জে জাসদের ডাকে সুশাসন দিবস পালিত গোপালগঞ্জ

গোপালগঞ্জে জাসদের ডাকে সুশাসন দিবস পালিত

সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবিতে গোপালগঞ্জে সুশাসন দিবস পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বুধবার দুপুরে এ উপলক্ষে জাসদ জেলা কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয় এবং লিফলেট বিতরণ করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন জেলা জাসদ এর সভাপতি শেখ মাসুদুর রহমান।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও সুশান প্রতিষ্ঠায় দলের বক্তব্য সম্বলিত এ লিফলেট বিতরণ করে। পরে র‌্যালিটি দলীয় কার্যালয়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশ শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন, উৎপাদনের পথে এগিয়েছে কিন্তু দুর্নীতি, লুটপাট, দলবাজী, ক্ষমতাবাজী, গুন্ডামী, নারী ও শিশু নির্যাতন, ধর্ষনসহ সামাজিক অনাচার ও অবিচার আশংকজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থার অবসানে আইনের কঠোর প্রয়োগ, প্রশাসনের নিরপেক্ষতা ও কার্যকর ভূমিকা পালন জরুরী বলে তারা মনে করেন।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা জাসদ এর সাধারন সম্পাদক সাইফুর রশীদ চৌধুরী, সহ-সম্পাদক এস্কেন্দার চৌধুরী, সদস্য দাউদ মৃধা, মাসুম মীর, স্বাধীন চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন ।

এই বিভাগের অন্যান্য খবর