Opu Hasnat

আজ ২৫ আগস্ট রবিবার ২০১৯,

পাইকগাছায় গুজব প্রতিরোধে সাংবাদিকদের সাথে পুলিশের প্রেস কনফারেন্স খুলনা

পাইকগাছায় গুজব প্রতিরোধে সাংবাদিকদের সাথে পুলিশের প্রেস কনফারেন্স

পাইকগাছায় গণমাধ্যম কর্মীদের সাথে ছেলে ধরা আতংক, রোহিঙ্গা সহ নানা গুজব সম্পর্কে পুলিশের মতবিনিময় ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে থানা চত্ত¡রে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওসি এমদাদুল হক শেখ। 

পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা প্রেসক্লাব সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাংবাদিক এন. ইসলাম সাগর, জি,এ, গফুর, আলাউদ্দীন রাজা সহ অনেকে। অনুষ্ঠানের সভাপতি ওসি এমদাদুল হক শেখ জানান, এলাকায় সচেতনা বৃদ্ধির জন্য পৌরসভাসহ ১০ ইউনিয়নের স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থানে মতবিনিময় করা হবে বলে জানিয়েছেন।