Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

ঢাবিতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ক্যাম্পাস বন্ধের দাবী শিক্ষার্থীদের ক্যাম্পাস

ঢাবিতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ক্যাম্পাস বন্ধের দাবী শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা আবাসিক হলে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, হল প্রশাসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো  কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেন নি বলে দাবী শিক্ষার্থীদের। 

বরাবরের মতো সিটি কর্পোরেশন কর্তৃক পদক্ষেপ নিলেও তা কার্যকরী নি। যার কারনে শিক্ষার্থীদের জীবন দিতে হচ্ছে। শুক্রবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০তম ব্যাচের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী ফিরোজ কবীর ইন্তেকাল করেছেন। 

বিভিন্ন হলে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩৮ জন শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত। মেয়েদের হলগুলোর তুলনায় ছেলেদের হলগুলোতে ডেঙ্গুর প্রকোপ খুব বেশী। ছেলেদের হলগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। এছাড়া সাধারণ রুম গুলোর তুলনায় গনরুমে ডেঙ্গুর আক্রমণ অধিক। কারণ, গনরুমে তুলনামূলক বেশি ছাত্র থাকার কারণে মশারি টানানোর ব্যবস্থা নাই। ছাত্ররা প্রতিনিয়ত হল প্রশাসন কে জানালেও তারা কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। 

হলে পর্যাপ্ত কর্মচারী থাকা স্বত্ত্বেও তাদের অবহেলার কারণে ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে ঢাবি ছাত্রছাত্রীদের দাবি ক্যাম্পাস নির্দিষ্ট বন্ধের এক সপ্তাহ আগেই ছুটি ঘোষণা করা হোক। সাথে সাথে হল সংসদ, হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসু কে ডেঙ্গু মোকাবেলায় কার্যকরী ভূমিকা রাখার আহবান জানিয়েছে শিক্ষার্থীরা। সবার আশা বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত বিষয়টি সমাধানে কার্যকরী পদক্ষেপ নিবেন।