Opu Hasnat

আজ ১৭ ফেব্রুয়ারী সোমবার ২০২০,

কুমিল্লায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১৩ কুমিল্লা

কুমিল্লায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১৩

কুমিল্লায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুক্রবার পর্যন্ত জেলায়  ১৩ জন রোগী হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। জেলা সিভিল সার্জন ও কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমেক হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী জানান, শুক্রবার দুপুর পর্যন্ত এ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত নয়জন রোগী ভর্তি হয়েছে। যারা ভর্তি হচ্ছেন তারা পর্যাপ্ত সেবা পাচ্ছেন। এর মধ্যে দুইজন গত বুধবার সম্পূর্ণরূপে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। হাসপাতালে এ রোগের চিকিৎসার সকল ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান।

অন্যদিকে, কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কুমিল্লা সদর হাসপাতালে একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে। এছাড়া জেলার বেসরকারি হাসপাতালে দুইজন চিকিৎসকসহ মোট চারজন রোগীর খবর জানতে পেরেছি। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডেঙ্গু রোগে আক্রান্তদের বেশিরভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে কুমিল্লায় চিকিৎসাধীন আছেন।