Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

গোয়ালন্দের দু’টি ইউনিয়নের নির্বাচন স্থাগিত রাজবাড়ী

গোয়ালন্দের দু’টি ইউনিয়নের নির্বাচন স্থাগিত

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থাগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব মো. আতিয়ার রহমনের মঙ্গলবার (২৩ জুলাই) স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করে। আগামী ২৫ জুলাই এ দু’টি ইউনিয়নের সাধারন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মঙ্গলবার বিকেলে আসা চিঠিতে বলা হয়, ২৫ জুলাই অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন আকস্মিক বন্যায় ভোটকেন্দ্র সমুহ বন্যায় প্লাবিত হওয়ার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

এদিকে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শেষ মুহুর্তে এ ধরনের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন প্রার্থীরা। নদী ভাঙ্গনে সীমানা জটিলতায় দীর্ঘ ৮ বছর পর উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ দুই ইউনিয়নে ৫ জন চেয়ানম্যান, ৮০ জন সদস্য পদে নির্বাচনে অংশগ্রহন করেছেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, পূর্ব ঘোষিত তফশিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধু ভোট গ্রহনের তারিখ পরিবর্তন হবে।