Opu Hasnat

আজ ১৩ ডিসেম্বর শুক্রবার ২০১৯,

বাগেরহাটে লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্টের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাট

বাগেরহাটে লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্টের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটে স্থানীয় সরকার বিভাগের লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) আওতায় প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকল্প কর্মকান্ড বাস্তবায়ন পদ্ধতির উপর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও সচিবদের দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহীন হোসেন, সহকারী কমিশনার সাজিয়া শাহানাজ তমা, মোঃ আলিমুজ্জামান, এলজিএসপির জেলা ফ্যাসিলিটেটর শ্যামল কান্তি রায় প্রমুখ।

প্রশিক্ষনে জেলার ১৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

এই বিভাগের অন্যান্য খবর