Opu Hasnat

আজ ১৯ আগস্ট সোমবার ২০১৯,

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট ২৯ জুলাই থেকে জাতীয়

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট ২৯ জুলাই থেকে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৯ জুলাই থেকে।

আজ (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় রেল ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মন্ত্রী বলেন, ‘আগামী ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া ফিরতি টিকিট ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত দেওয়া হবে।’

তিনি জানান, একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং ঈদের অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না।

মন্ত্রী বলেন, ‘আগামী ২৯ জুলাই পাওয়া যাবে ৭ আগস্টের টিকিট, ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট পাওয়া যাবে ১১ আগস্টের টিকিট।’

তিনি আরো জানান, রাজধানীর পাঁচ স্থান থেকে ঈদ যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ঢাকা কমলাপুর স্টেশন থেকে দেওয়া হবে যমুনা সেতু হয়ে চলা সব ট্রেনের অগ্রিম টিকিট। বিমানবন্দর স্টেশন থেকে দেওয়া হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট। তেজগাঁও স্টেশন থেকে দেওয়া হবে ময়মনসিংহ জামালপুরগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট। বনানী স্টেশন থেকে দেওয়া হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেনের টিকিট। ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে দেওয়া হবে সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট।

প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই পাঁচটি স্টেশন থেকে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

এই বিভাগের অন্যান্য খবর