Opu Hasnat

আজ ১০ জুলাই শুক্রবার ২০২০,

দুর্গাপুরে ছেলেধরা গুজবে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের সভা নেত্রকোনা

দুর্গাপুরে ছেলেধরা গুজবে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের সভা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সর্বস্তরের জনগনের মাঝে ছেলে ধরা গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য এক সমাবেশে অনুরোধ জানিয়েছেন দুর্গাপুর পুলিশ প্রশাসন।

এ উপলক্ষে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সোমবার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে বিস্তারিত আলোচনা করেন ওসি (ভার:) মীর মাহবুবুর রহমান, এসআই আতোয়ার রহমান, আব্দুল হালিম। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক শামীম আজাদ, আবু সাদেক, তোবারক হোসেন খোকন প্রমুখ। যে কোন বিপদ ও দুর্যোগে সেবা প্রদানের জন্য দুর্গাপুর থানা পুলিশের জরুরী ফোন নম্বর উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।