সাতক্ষীরার শ্যামনগরে বন্দুকযুদ্ধে ২ বনদস্যু নিহত সাতক্ষীরা / 
সাতক্ষীরা জেলার শ্যামনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলাল গাজী (৪৫) ও সাইদুল সরদার (৩০) নামে দুই বনদুস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই উপ-পরিদর্শকসহ (এসআই) তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি শার্টার গান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আজ (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শ্যামনগর উপজেলার বড় কুপট গ্রামের জামান ইটভাটা এলাকায় নদীর পাড়ে এ ঘটনা ঘটে।