Opu Hasnat

আজ ১০ জুলাই শুক্রবার ২০২০,

বাগেরহাটে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাগেরহাট

বাগেরহাটে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-৪ আসনে সংসদ সদস্য ডা: মোজাম্মেল হোসেন। 

সভায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে ৭ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।