Opu Hasnat

আজ ১৩ ডিসেম্বর শুক্রবার ২০১৯,

পাইকগাছায় প্রতিবেশীর মারপিটে আহত ১ খুলনা

পাইকগাছায় প্রতিবেশীর মারপিটে আহত ১

পাইকগাছায় প্রতিবেশীর মারপিটে গোলাম মোস্তফা ঢালী (৫৫) নামে কৃষক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার বিকেল ৩ টার দিকে উপজেলার লস্কর ইউপি'র ৪ নং ওয়ার্ডের খড়িয়া পুর্বপড়ে এ ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তি স্থানীয় মৃতঃ তকিম ঢালীর ছেলে। 

আহত গোলাম মোস্তফা ঢালী জানান, ঘটনার সময়ে প্রতিবেশী মোজাম সানা ও তাঁর ছেলে মাহাবুব আইল সীমানার আমার জমির উপর দিয়ে ঘেরা-বেড়া দিচ্ছিল। এ সময় সিমানা সোজা করে বেড়া দিতে অনুরোধ করলে বাপ-বেটা আমার সাথে তর্কে জড়িয়ে পড়ে। গোলাম মোস্তফা অভিযোগ করেণ, এ মুহুর্তেই মাহাবুব তাঁর হাতে থাকা সাবল দিয়ে বাম চোখের উপরে কপালে বাড়ী মারলে জখম হয়ে মাটিতে ঢলে পড়ি। 

স্থানীয় ইউপি সদস্য ও সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম জনান, মারপিটে আহত মোস্তফা ঢালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন।