Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

সৈয়দপুরে মাছ ব্যবসায়ীদের জরিমানাসহ মাছ জব্দ নীলফামারী

সৈয়দপুরে মাছ ব্যবসায়ীদের জরিমানাসহ মাছ জব্দ

সৈয়দপুর নীলফামারী থেকে সৈয়দা রুখসানা জামান শানু : নীলফামারীর সৈয়দপুর মাছ বাজারে শনিবার দুপুরে (২০ জুলাই) ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় জাটকা, পোনা, পিরানহা এবং পঁচা মাছ বিক্রির দায়ে বিভিন্ন মাছ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং ১০৭ কেজি মাছ জব্দ করা হয়। পরবর্তীতে পিরানহা ও পঁচা মাছসমূহ মাটির নীচে পুতে ফেলা হয় এবং অন্যান্য ভাল মাছগুলো ৫ টি এতিমখানায় প্রদান করা হয়। এ সময় স্থানীয় থানার পুলিশ সহায়তা করেন।

মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সানি খান মজলিস প্রসিকিউসন প্রদান করেন এবং তার কার্যালয়ের অন্যান্য কর্মচারিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সকল মাছ ব্যবসায়ীকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য এবং সাধারণ জনগণকে মাছ ক্রয়ের সময় সাবধান থাকার জন্য অনুরোধ করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।