Opu Hasnat

আজ ২৬ অক্টোবর সোমবার ২০২০,

ব্রেকিং নিউজ

জীবন ও ভালোবাসার মেলবন্ধন // সৈয়দা রুখসানা শানু শিল্প ও সাহিত্য

জীবন ও ভালোবাসার মেলবন্ধন // সৈয়দা রুখসানা শানু

অনন্তকাল পর্যন্ত থাকে বেঁচে 
হৃদয়ের অনুভবে অন্তরালে
যেতে পারে না হারিয়ে 
পৃথিবী থেকে ভালোবাসা
সোনার দামে কিংবা হীরা 
যায় না বেচা-কেনা
কেউ বুঝতে চায় না
ভালোবাসায় আছে কত পবিত্রতা।

বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া
নির্বাসিত বসন্ত-চৈতি হাওয়া
বিধ্বস্ত নিষ্ঠুরতায় হেঁটে যাওয়া
সব দুর্বিনীত মহা স্রোতকে
ভালোবাসার কাব্যশক্তি গ্রাস করে
এক নতুন পৃথিবী তৈরী করে।

জীবনের দিনগুলো অনেক ছোট
ভালোবাসার ক্ষণ অনেক বড়
চমকপ্রদ গিফ্টের অপেক্ষায়
ফুলে ফুপে থাকে না 
সত্যিকার ভালোবাসা
বসুধার সব উপহারকে পেছনে ফেলে
তার উড়ন্ত নিশান গেঁথে 
দেয় সর্বচ্চো পর্বত শৃঙ্গে।

 

১৪/০৬/২০১৯খ্রি:
সাহিত্যাঙ্গন বাংলাদেশ