Opu Hasnat

আজ ৯ জুলাই বৃহস্পতিবার ২০২০,

ঠাকুরগাঁও এ সড়ক দূর্ঘটনায় এনজিও কর্মী নিহত ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও এ সড়ক দূর্ঘটনায় এনজিও কর্মী নিহত

মো. আনোয়ার হোসেন,  রুহিয়া (ঠাকুরগাঁও) : বালিয়াডাঙ্গী-রানিশংকৈলে সড়ক দূর্ঘটনায় নিহত হলেন নেকমরদ আশা অফিসের লোন অফিসার আরিফ হোসেন শাহিন (৪০)। 

জানা গেছে, শুক্রবার (১৯ জুলাই) সকালে অফিসের টিম ওয়ার্ক কাজে বের হন শাহিন। এসময় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী রানিশংকৈল সড়কে এক মর্মান্তিক দূর্ঘটনায় ঘটনাস্হলেই মারা যান আরিফ। আরিফ হোসেন শাহিন রুহিয়া থানার ১ নং রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্টপুর গ্রামের খায়রুল মেম্বারের ছেলে। শাহিনের মর্মান্তিক অকাল মৃত‌্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।