Opu Hasnat

আজ ১৪ ডিসেম্বর শনিবার ২০১৯,

সুনামগঞ্জে বজ্রপাতে পিতা ও পূত্রের মর্মান্তিক মৃত্যু সুনামগঞ্জ

সুনামগঞ্জে বজ্রপাতে পিতা ও পূত্রের মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের রৌয়া হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পিতা ও পূত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ ভানু মিয়া(৪৬) ও তার ছেলে সুমন মিয়া(১৭)। তারা ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজ বাড়ি হতে ছোট নৌকাযুগে গ্রামের পাশে পাকনার হাওরের পাশে রৌয়া হাওরে মাছ ধরতে যান পিতা ও পূত্র। এ সময় বৃষ্টিপাতের সাথে সাথে হঠাৎ বজ্রপাতে দু’জনই ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে স্থানয় লোকজন হাওর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। 

এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত  করেছেন।