Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

পুলিশ বিভাগে সুশাসন জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে : এসপি মিজানুর রহমান রাজবাড়ী

পুলিশ বিভাগে সুশাসন জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে : এসপি মিজানুর রহমান

রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেছেন, পুলিশ বিভাগে সুশাসন জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে। আমি রাজবাড়ীবাসির জন্য পুলিশি সেবা নিশ্চিত করবো। রাজবাড়ীর কোন মানুষ যাতে পুলিশের কর্মকান্ড নিয়ে প্রশ্ন না তুলে সেজন্য আমি আমার সবকটি পুলিশ ষ্টেশনের ইনচার্জদের নির্দেশ দিয়েছি । 

পুলিশ সুপার আরো বলেন, আমি রাজবাড়ীর অপরাধ দমনে শহরের প্রধান প্রধান সড়ক, বাজার এলাকায় সি সি ক্যামেরা স্থাপনে উদ্যোগ নিবো। কারন সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধ ও অপরাধীকে শনাক্ত করতে সুবিধা হয়। তিনি আরো বলেন, আসন্ন ঈদুল আযহায় দৌলতদিয়া ঘাটে মানুষের যাতে কোন ভোগান্তি না হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে। বন্ধ করা হবে পরিবহনের চাদাবাজি ও দালালদের দৌরাত্ম।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার তার কার্যালয়ে রাজবাড়ীর সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হকসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।