Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

ছাতা মাথায় ট্রেনে ভ্রমন কিশোরগঞ্জ থেকে ঢাকা কিশোরগঞ্জ

ছাতা মাথায় ট্রেনে ভ্রমন কিশোরগঞ্জ থেকে ঢাকা

চলন্ত ট্রেনের ভিতর বসা অবস্থায় ছাতা ধরে বসে আছেন বৃষ্টি থেকে বাচঁতে, এমন দৃশ্য অবাস্তব এবং আশ্চর্য হলেও সত্য ঘটনা। এ ঘটনাই ঘটে চলেছে  ঢাকা ও কিশোরগঞ্জের মধ্যে চলাচলকারী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে। যাত্রীরা প্রতিনিয়তই পড়ছেন ভোগান্তিতে। 

সরজমিনে যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, এগারসিন্দুর ট্রেনের কয়েকটি বগি ফুটো থাকায় বৃষ্টি হলেই ট্রেনের ভিতর পানি পড়ে। যাত্রীরা বৃষ্টি থেকে বাচঁতে ট্রেনের ভিতর ছাতা কিংবা পলিথিন দিয়ে মাথা ঢেকে যাতায়াত করছেন। যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ ও নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ভিজে একাকার।
 
এগারসিন্দুর ট্রেনে যাতায়াত করেন এমন নিয়মিত কয়েকজন যাত্রীর সাথে কথা বলে জানা যায়, ট্রেনে করে কিশোরগঞ্জ থেকে ঢাকা যাতায়াত  করলে বৃষ্টিতে ভিজতে আপনাকে হবেই। নিয়মিত যাত্রী তানভীর অহমেদ ক্ষোভের সাথে জানান, এ ধরনের একটি বিষয়  দেশের রেলওয়ের জন্য সত্যিই লজ্জাজনক। কর্তৃপক্ষের অবহেলা ও  উদাসীনতাই এর জন্য দায়ী।

কিশোরগঞ্জের ষ্টেশান মাষ্টার রফিকুল ইসলাম জানান, কেউ লিখিত অভিযোগ দিলে বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর ব্যবস্থা করা হবে।