Opu Hasnat

আজ ১৪ ডিসেম্বর শনিবার ২০১৯,

দৌলতদিয়ায় নদী ভাঙ্গনে ছিন্নভিন্ন বসতী- ভোটারদের খুঁজছে প্রার্থীরা রাজবাড়ী

দৌলতদিয়ায় নদী ভাঙ্গনে ছিন্নভিন্ন বসতী- ভোটারদের খুঁজছে প্রার্থীরা

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৫ জুলাই। নির্দিষ্ট সময়ের প্রায় ৪ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। ইউনিয়ন দুটিতে তীব্র নদী ভাঙনের কারণে সীমানা জটিলতা ও ভোটার বিন্যাস করতে এত বিলম্ব হয়। কিন্তু জটিলতা রয়েই গেছে।

সূত্রমতে, দৌলতদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ৩২৪৮ জন। কিন্তু এর মধ্যে অন্তত ৫শ পরিবার গত কয়েক বছরে নদী ভাঙনের শিকার হয়ে ওয়ার্ডের বাইরে বিভিন্ন স্থানে চলে গেছেন। যার ভোটার সংখ্যা সহস্রাধিক। বিপুল সংখ্যক এ ভোটারের কাছে পৌছাতে প্রার্থীরা চরম বিড়ম্বনায় পড়েছেন। অনেকের বর্তমান অবস্থান কোথায় তাও কোন কোন প্রার্থীর জানা নেই।

একই ভাবে দৌলতদিয়ার ১নং ওয়ার্ড ও দেবগ্রাম ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকা নদী গর্ভে চলে যাওয়ায় শতশত পরিবার বিভিন্ন স্থানে গিয়ে নতুন বসতি গড়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ভোটারদের কাছে পৌছাতে সমস্যা হচ্ছে।

দৌলতদিয়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খয়ের শেখ, ফারুক খান, শরিফুল ইসলামসহ অনেকেই জানান, পদ্মার ভাঙনে এই ওয়ার্ডের হাতেম মন্ডল পাড়া, নোহারী মন্ডল পাড়া, ঢল্লা পাড়া, ডাকাত পাড়া সম্পুর্ণরূপে নদীতে বিলীন হয়ে গেছে। শত শত পরিবার দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ছাড়াও পাশ্ববর্তী দেবগ্রাম, উজানচর, পৌরসভা এমনকি রাজবাড়ী সদর ও ফরিদপুরে চলে গেছে। কিন্তু তারা এখনো এখানকার ভোটার। তাদের সবার কাছে পৌছানো প্রার্থীদের পক্ষে সত্যি কষ্টকর।

একই এলাকার বাসিন্দা জুয়েল মোল্লা জানান, আমরা গোয়ালন্দ পৌর এলাকায় গিয়ে বাড়ী করেছি। কিন্তু মনটা এ এলাকায় পড়ে আছে। সুযোগ পেলেই এলাকায় এসে নদীর পাড় দিয়ে ঘুরে যাই। নির্বাচনে পরিবারের সবাইকে নিয়ে অবশ্যই ভোট দিতে আসবো।

দৌলতদিয়ার মেম্বার প্রার্থী বর্তমান মেম্বার বাবু মোল্লা, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম আশরাফ ও নুরাল শেখ। তাদের প্রত্যেকের দাবী সরকার যেন দ্রুতই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেন।

মেম্বার প্রার্থী আশরাফুল ইসলাম আশরাফ জানান, নদী ভাঙন প্রাকৃতিক সমস্যা। তারপরও আমি নির্বাচিত হলে চেয়ারম্যানের সহযোগীতায় ভাঙন প্রতিরোধের জন্য স্থানীয় এমপিসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে গিয়ে কাজ করার চেষ্টা করবো।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান নুুরুল ইসলাম মন্ডল জানান, দৌলতদিয়া ইউনিয়ন ভাঙ্গন কবলীত ইউনিয়ন। এই ইউনিয়নের বেশির ভাগ মানুষই নদী ভাঙ্গনের স্বীকার হয়েছে। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। অনেক সময় বাড়ি খুজে বের করাও কষ্ট হচ্ছে। ২৫ জুলাই সবাই যাতে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধীকার প্রয়ো করে সে জন্য সকলকে আহব্বান করা হচ্ছে।

এই বিভাগের অন্যান্য খবর