Opu Hasnat

আজ ১৯ আগস্ট সোমবার ২০১৯,

কালুখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন রাজবাড়ী

কালুখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

বুধবার রাজবাড়ী কালুখালী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । উপজেলা মৎস্য দপ্তর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

মৎস্য অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালাম। লিখিত বক্তব্যে তিনি কালুখালী উপজেলার মৎস্য চাষের  অপার সম্ভাবনা ও সফলতার কথা তুলে ধরেন। তিনি বলেন, কালুখালী উপজেলা মাছ চাষে দেশের মডেল হতে চলেছে। এ লক্ষে ৪২ টি জলাশয় পুনখনন করা হয়েছে। ১৫ শ মাছ চাষীকে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষন দেওয়া হয়েছে।  প্রদর্শনীর মাধ্যমে এখানে নতুন প্রজাতির গুলশা টেংরা, পাবদা ও শিং মাছের চাষ শুরু হয়েছে। মুক্তা চাষের পরিকল্পনা করা হচ্ছে। 

লিখিত বক্তব্য শেষে কালুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,সাংবাদিক  নাসির হাসান, আবু সাঈদ সহ বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালামকে লিখিত বক্তব্যের বিষয়ে  প্রশ্ন করেন।