Opu Hasnat

আজ ১৯ আগস্ট সোমবার ২০১৯,

ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ফরিদপুর

ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী, হালিমা সরকার, অরুন বরুন সরকার প্রমুখ। 

সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা বলেন, জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে ১৮ জুলাই র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও ১৯ জুলাই থেকে তিন দিন ব্যাপী মৎস্য মেলা অনুষ্ঠিত হবে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে।

সংবাদ সম্মেলনে ফরিদপুরের কর্মরতপ্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।