Opu Hasnat

আজ ১৩ ডিসেম্বর শুক্রবার ২০১৯,

যোগ্যতার ভিত্তিতে সেবাদানে সফল হয়েছেন আবেদা আফসারী : সাংসদ মানিক সুনামগঞ্জ

যোগ্যতার ভিত্তিতে সেবাদানে সফল হয়েছেন আবেদা আফসারী : সাংসদ মানিক

ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, যোগ্যতার ভিত্তিতে সেবাদানে সফল হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী। তিনি এখানে এক প্রতিকূল অবস্থার মধ্যে এসে যোগদান করে সফলতার সাথে কাজ করে পদোন্নতি পেয়ে বিদায় নিচ্ছেন। ছাতকবাসী থাকে চিরদিন মনে রাখবে। দুর্নীতি দুঃশাসনের বিরোদ্ধে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন মানুষের প্রিয় মুখ হয়ে। 

তিনি সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম আবেদা আফসারীর পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবিবের মনোমুগ্ধকর সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী বলেছেন আমি ছাতকবাসীর কাছে চিরকৃতজ্ঞ দেশের যেখানেই থাকি এ উপজেলার লোকজন আমার পরিবারের অংশ হিসেবে থাকবে। 

বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি তাপস শীল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়, ছাতক সরকারী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, আ’লীগ নেতা সৈয়দ আহমদ। 

এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাশ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অরবিন্দু দাশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুম বিল্লাহ, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, বিল্লাল আহমদ, মুরাদ আহমদ, সাইফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাংবাদিক সাকির আমিন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল হক, উপজেলা পরিষদের সিএ জিতেন বর্মন, উপজেলা যুবলীগ নেতা আবু হানিফা সায়মন প্রমূখ।      

এই বিভাগের অন্যান্য খবর