Opu Hasnat

আজ ১৩ ডিসেম্বর শুক্রবার ২০১৯,

দুর্গাপুরে দুর্যোগ মোকাবেলা বিষয়ক সভা নেত্রকোনা

দুর্গাপুরে দুর্যোগ মোকাবেলা বিষয়ক সভা

নেত্রকোনার দুর্গাপুরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দুর্গাপুর এর আয়োজনে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুল মিলনায়তনে রোববার দুপুরে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজ, সাংবাদিক, অবসরপ্রাপ্ত সেনা কল্যান সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহনে দুর্যোগ ঝুঁকি হ্রাস মোকাবেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ আবু আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, জেলা সিনিয়র ষ্টেশন মাষ্টার মোঃ আব্দুর রহমান, অবঃ সেনা কল্যান সংস্থার উপজেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়াহেদ, সদস্য মোঃ নুর হোসেন, সাংবাদিক ধ্রুব সরকার, স্কুল শিক্ষার্থী শারমীন আক্তার প্রমুখ। 

বক্তারা বলেন, দুর্গাপুর উপজেলা প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা কবলিত এলাকা। বন্যার সময় আমাদের ভয় না পেয়ে মনে সাহস রেখে মোকাবেলা করতে হবে। এলাকায় বড় ধরনের কোন রকম সমস্যা হলে দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করতে সকলকে আহবান জানান।