Opu Hasnat

আজ ১৩ ডিসেম্বর শুক্রবার ২০১৯,

মুন্সীগঞ্জে মানববন্ধন : ‘প্লীজ ডোন্ট রেপ মি’ মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে মানববন্ধন : ‘প্লীজ ডোন্ট রেপ মি’

‘প্লীজ ডোন্ট রেপ মি, প্লিজ ডোন্ট কিল মি’ সম্বলিত পোস্টার ও লালকার্ড প্রদর্শনের মাধ্যমে সাম্প্রতিক শিশু ধর্ষন, নির্যাতন ও হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন ও মৌন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল চিল্ডেন'স ট্রান্সফোর্স (এনসিটিএফ) মুন্সীগঞ্জ জেলা কমিটির আয়োজনে সোমবার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এসব কর্সসূচি অনুষ্ঠত হয়।

সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী মানববন্ধন ও মৌন প্রতিবাদ সমাবেশে অংশ নেয় এনসিটিএফ সদস্য সহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীবৃন্দ। 

এতে উপস্থিত ছিলেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দেওয়ান হাফিজুর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারন সম্পাদক  ভবতোষ চৌধুরী নূপুর, এনসিটিএফ সভাপতি মো রুরায়েত খান রাতুল, জেলা ভলেন্টিয়ার মো. রিফায়েত খান, শিক্ষিকা মাহমুদা বেগম প্রমুখ।