Opu Hasnat

আজ ৭ ডিসেম্বর শনিবার ২০১৯,

সুনামগঞ্জের হাওরে ঝড়ের কবলে পড়ে এক জেলে নিহত সুনামগঞ্জ

সুনামগঞ্জের হাওরে ঝড়ের কবলে পড়ে এক জেলে নিহত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ছোট নৌকা ডুবে এক জেলে নিহত হয়েছে এবং অপর দুই জেলে আহত অবস্থায় সাতাঁর কেটে তীরে উঠতে সক্ষম হয়েছেন। নিহতের নাম ফওসর আহমেদ (২৭)। তিনি উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। আহতরা হলেন নিহতের সহোদর (বড় ভাই) কাউসার আহমেদ (৩২) ও শফিকুল ইসলাম (২৩)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টায় প্রবল ঝড়োহাওয়ার মধ্যে তিন জেলে ছোট নৌকায় করে মইয়ার হাওরে মাছ ধরতে যান। এ সময় নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে গিয়ে এ হতাহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে জগন্নাথপুর থানা পুলিশও স্থানীয় লোকজনের সহযোগিতায় দুপুর ১টায় ফওসর আহমদের ভাসমান লাশ হাওর থেকে উদ্ধার করে নিয়ে আসে। আর আহতদেরকে স্থানীয় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। 

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।