Opu Hasnat

আজ ১৪ ডিসেম্বর শনিবার ২০১৯,

পদ্মা সেতুর মোট ২৯৪টি পাইল ড্রাইভের কাজ শেষ মুন্সিগঞ্জ

পদ্মা সেতুর মোট ২৯৪টি পাইল ড্রাইভের কাজ শেষ

দ্রুত গতিতে এগিয়ে চলেছে পদ্মা সেতু নির্মান কাজ। এরই অংশ হিসেবে পদ্মা সেতুর মোট ২৯৪টি পাইল ড্রাইভের কাজ শেষ হয়েছে। রোববার (১৪ জুলাই) সকালে সেতুর ২৬ নম্বর পিলারের ৭ নম্বর পাইল ড্রাইভের কাজ শুরু হয়। শেষ হয় সোমবার (১৫ জুলাই) সকালে।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার শাওন এর সত্যতা নিশ্চিত করে জানান, পদ্মা সেতুতে মোট ২৯৪টি পাইল ড্রাইভের কাজের মধ্যে ২৯৩টি আগে সম্পন্ন হয়। আজ সোমবার শেষ পাইলটির ড্রাইভের কাজ সম্পন্ন হয়েছে।

রোববার সকালে আরও উপস্থিত ছিলেন পদ্মা সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদী শাসন) শরিফুল ইসলাম সরকার, প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের, সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার শাওন, সহকারী প্রকৌশলী সাদ্দাম হোসেন আজাদ, সহকারী প্রকৌশলী ইলিয়াস আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী রাজু আহমেদ প্রমুখ।

সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার শাওন আরো জানান, নদীর দুই পাড়ে থাকা ভায়াডাক্টের ওপর ৭টি করে ১৪টি রেলওয়ে স্প্যান এবং জাজিরা প্রান্তে ২৩৪টি সুপার টি-গার্ডার ও মাওয়া প্রান্তে ২০৪টি সুপার টি-গার্ডার মিলিয়ে মোট ৪৩৮টি সুপার টি-গার্ডার বসবে। এতে মোট রোডওয়ে স্প্যান হবে ৮৩টি। রেলওয়ে গার্ডারের স্প্যান বসেছে ৭টি। তবে রোডওয়ে সুপার টি-গার্ডারের কোনও স্প্যান এখনও বসানো হয়নি। ৩০ জুন পর্যন্ত মূল সেতুর বাস্তব কাজের ৮১ শতাংশ, নদী শাসন কাজের ৫৯ শতাংশ এবং প্রকল্পের সার্বিক কাজের ৭১ শতাংশ অগ্রগতি হয়েছে বলে পদ্মা সেতুর এ প্রকৌশলী জানিয়েছেন।

প্রসঙ্গত, পদ্মা সেতুর মোট ৪২টি পিলারের মধ্যে ৩০টি পিলারের কাজ সম্পূর্ণ হয়েছে। স্থায়ী ১২টি ও অস্থায়ী ২টি মিলিয়ে মোট ১৪টি স্প্যান বসেছে। এতে মূল সেতুর ২১০০ মিটার দৃশ্যমান হয়েছে।