Opu Hasnat

আজ ৬ ডিসেম্বর শুক্রবার ২০১৯,

দুর্গাপুরে বীরমুক্তিযোদ্ধাকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন মুক্তিবার্তানেত্রকোনা

দুর্গাপুরে বীরমুক্তিযোদ্ধাকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কমলাবাড়ী গ্রামের বীরমুক্তিযোদ্ধা ক্ষিতিনসন ডিশিরা (৬৮) শুক্রবার রাত ৯ টার দিকে নিজ অসুস্থ্য অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২মেয়ে, নাতি- নাতনি, আত্মিয়স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এ উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসন, স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পুলিশ প্রশাসন, মিডিয়াকর্মী সহ গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যদায় সম্মান প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, ওসি তদন্ত মাহবুবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমীন চুন্নু, সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, মো. সিরাজুল হক প্রমুখ। 

বীরমুক্তিযোদ্ধা ক্ষিতিনসন ডিশিরা এর শোকাহত পরিবারের প্রতি স্থানীয় এমপি মানু মজুমদার, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার, ইউএনও ফারজানা খানম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এই বিভাগের অন্যান্য খবর