Opu Hasnat

আজ ২১ সেপ্টেম্বর শনিবার ২০১৯,

বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত বাগেরহাট

বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালেবাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাগেরহাট সাংকৃতি ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। 

বাগেরহাট সদর ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। 

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গুরু প্রসাদ ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, ডা. সামাদ হোসেন, সদর উপজেলা কর্মকর্তা মো. অলিয়ার রহমান, মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত কর্মীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।