Opu Hasnat

আজ ২ জুলাই বৃহস্পতিবার ২০২০,

সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু নীলফামারী

সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সৈয়দা রুখসানা জামান শানু, নীলফামারীর সৈয়দপুর থেকে : নীলফামারীর সৈয়দপুরে ওয়াপদা এলাকায় বিদ্যুস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে (১০ জুলাই)। 

সৈয়দপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন জানান, ওয়াপদা নতুনহাট মসজিদের কাজ করার প্রয়োজনে বাঁশ কাটতে গিয়ে তড়িতাহত হয়ে জিয়ারুল হক (৩০) নামে এক শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছেন। সে নতুনহাট দক্ষিণপাড়ার জিকরুল হকের পুত্র। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেন।