Opu Hasnat

আজ ১৭ জুলাই বুধবার ২০১৯,

দুর্গাপুরে বাল্যবিয়ে রোধে অভিভাবক সভা নেত্রকোনা

দুর্গাপুরে বাল্যবিয়ে রোধে অভিভাবক সভা

নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে‘র হ্যালো আই এ্যাম (হিয়া) প্রকল্পের আয়োজনে অভিভাবকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
 
ডিএসকে‘র মিলনায়তনে মঙ্গলবার অভিভাবক নেটওয়ার্ক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এর সঞ্চলনায় হ্যালো আই এ্যাম অভিভাবক নেটওয়ার্ক দলের সভাপতি জনাব মো: জয়নাল আবেদীন এর সভপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন ওই প্রকল্পের টিম লিডার ডাঃ সুস্মিতা আহমেদ, প্রোগ্রাম এসোসিয়েট মালিহা আহমেদ, উপজেলা প্রকল্প সমন্বয়কারী রুপন কুমার সরকার সহ অন্যান্য সহায়কবৃন্দ। সভায় অভিভাবকগন নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধ, অল্প বয়সে গর্ভধারন রোধ ও ঝড়েপড়া শিক্ষা বিষয়ে অন্যান্যদের সচেতন করতে অঙ্গীকার ব্যক্ত করেন।