Opu Hasnat

আজ ১৬ জুলাই মঙ্গলবার ২০১৯,

চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

নগরীর চকবাজার থানাধীন ডিসি রোড ও কোতোয়ালী থানাধীন লাভ লেইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন- ডিসি রোড এলাকার কালা মিয়ার পুত্র আবদুর রশিদ (৬৫) ও লাভলেইন এলাকার আবদুল মজিদ প্রকাশ লাল্লুর স্ত্রী নাজমা বেগম (৪০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বলেন, ডিসি রোড ও লাভ লেইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আবদুর রশিদ মোটর চালু করতে গিয়ে ও নাজমা বেগম বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন বলে জানান তিনি। এদিকে নাজমা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। 

নাজমা বেগমের ভাইয়ের ছেলে আদিল হোসেন তামিম বলেন, শ্বশুর বাড়ির লোকজন বিদ্যুতের তারে জড়িয়ে ফুফুকে (নাজমা বেগম) পরিকল্পিতভাবে হত্যা করেছে।

তামিম বলেন, গত ছয় বছর ধরে তিনি শ্বশুর বাড়ি থাকেন না। পরশু বেড়াতে গেছেন। ফুফুর স্বামী আবদুল মজিদ আরেকটি বিয়ে করায় ছয় বছর ধরে তিনি (নাজমা বেগম) বাপের বাড়ি থাকতেন।