Opu Hasnat

আজ ২৩ অক্টোবর বুধবার ২০১৯,

কোম্পানিগঞ্জে নৌকাডুবিতে সুনামগঞ্জের দুই শ্রমিকের মৃত্যু সুনামগঞ্জ

কোম্পানিগঞ্জে নৌকাডুবিতে সুনামগঞ্জের দুই শ্রমিকের মৃত্যু

সিলেটের কোম্পানিগঞ্জে নৌকাডুবিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ভাটেরটেক গ্রামের আবু তাহেরের ছেলে নাঈম হোসেন (১৮) ও আবু শ্যামার ছেলে জমির হোসেন (১৫)। রোববার সন্ধ্যায় ধলাই নদীর রাজনগর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ রাজনগরে ধলাই নদীতে বালুবোঝাই নৌকায় শ্রমিকদের কাজ করতেন তারা। দিনের বেলা প্রচুর বৃষ্টিপাতের ফলে শ্রমিকরা  নৌকায় ঘুমিয়ে ছিলেন । এ সময় নৌকায় পানি জমে নৌকাটি পানির নীচে তুলিয়ে ডুবে গিয়ে তাদের মৃত্যু হয় পরে ডুবুরি দিয়ে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে কাম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম নৌকা ডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।