Opu Hasnat

আজ ২০ সেপ্টেম্বর শুক্রবার ২০১৯,

‘সমাজ পরিবর্তনে কবিতা’ গ্রুপ-এর নবম বর্ষে পদার্পণ রংপুরসংগঠন

‘সমাজ পরিবর্তনে কবিতা’ গ্রুপ-এর নবম বর্ষে পদার্পণ

“লেখা হোক আজ ও আগামীর” এই স্লোগানকে সামনে রেখে বিগত ০৬ জুলাই ২০১১ তরিখে প্রতিষ্ঠিত হয় ‘সমাজ পরিবর্তনে কবিতা’ (অনলাইন ভিত্তিক সাহিত্য) গ্রুপ। 

০৬ জুলাই ২০১৯ তারিখ সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় বইবাড়ি, রংপুরে অনুষ্ঠিত হলো ‘সমাজ পরিবর্তনে কবিতা’ গ্রুপের ০৯ বছরে পদার্পণ উপলক্ষে সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা। উক্ত অনুষ্ঠানে সাহিত্য আড্ডা উপস্থাপনা করেন মোঃ মাহবুবুল ইসলাম (সিনিয়র সাংবাদিক)। আলোচনায় অংশগ্রহণ করেন নাজিরা পারভিন (সমাজকর্মী ও ছড়াকার), মাহবুবা লাভীন (বাচিক শিল্পী ও কবি), হাবিবুর রহমান (কবি ও অভিনেতা), এম এ হানিফ (গল্পাকার), উপদেষ্টা দেলোয়ার হোসেন রংপুরী (ছড়াকার), মোঃ আফজাল (ফটোসাংবাদিক)সহ আরো অনেক সাহিত্যানুরাগীগণ উপস্থিত ছিলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল খায়ের (কবি ও কলামিস্ট) সংগঠনের বিগত দিনের কর্মকান্ড ও ভবিষ্যত কর্মপরিকল্পনা বিস্তারিত আলোকপাত করেন। উক্ত গ্রুপে কবিতা লিখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে (বিগত মে ২০১৯ ও জুন ২০১৯ মাসের) সেরা কবি হিসেবে নির্বাচিত লেখক/কবিদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার প্রদান করা হয়। শুদ্ধ সাহিত্য চর্চার বিকাশে ও তরুন লেখকদের উৎসাহ প্রদানে কাজ করে যাচ্ছে অনলাইন ভিত্তিক সাহিত্য গ্রুপটি।