Opu Hasnat

আজ ২৫ সেপ্টেম্বর সোমবার ২০২৩,

ব্রেকিং নিউজ

হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২০ হবিগঞ্জ

হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২০

আজ (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে  হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সাহেব আলী (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। 

নিহত সাহেব আলী গাজীপুর মৌচাক এলাকার আবু বক্করের ছেলে।

আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সিলেটে মাজার জিয়ারত শেষে ৩০ জন যাত্রী নিয়ে একটি মিনিবাস গাজীপুরের দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসযাত্রী সাহেব আলী ঘটনাস্থলেই মারা যান ও ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।