Opu Hasnat

আজ ১২ নভেম্বর মঙ্গলবার ২০১৯,

মোবাইল ফোনে কথা বলার সময় ওভার ব্রিজ থেকে পড়ে পা ভাঙ্গল স্কুলছাত্রীর নীলফামারী

মোবাইল ফোনে কথা বলার সময় ওভার ব্রিজ থেকে পড়ে পা ভাঙ্গল স্কুলছাত্রীর

সৈয়দা রুখসানা জামান শানু, নীলফামারীর সৈয়দপুর থেকে:  বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজ থেকে পড়ে নিয়ালা সরকার লোপা (১৫) নামে এক স্কুলছাত্রীর পা ভেঙ্গে গেছে। পুলিশ সূত্র হতে জানা যায়, মোবাইলে কথা বলার সময় ওই দুর্ঘটনাটি ঘটে। 

শহরের কয়ানিজপাড়া এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম লেবুর কন্যা ও সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী লোপা। সে মোবাইল ফোনে কথা বলতে বলতে জরাজীর্ণ ওভার ব্রিজে ওঠে হাঁটতে থাকে। এক পর্যায়ে ওভার ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ে যায়। এসময় আশ-পাশে উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তাররা জানান, ওই ছাত্রীর একটি পা ভেঙ্গে গেছে। 

বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।