Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

ফরিদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রথযাত্রা শুরু ফরিদপুর

ফরিদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রথযাত্রা শুরু

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘রথযাত্রা’ শুরু হয়েছে। জেলার ঐতিহ্যবাহী এ রথযাত্রা উৎসব উপলক্ষে বৃহস্পতিবার সকালে ফরিদপুর শ্রী অঙ্গন থেকে রথ যাত্রা বের হয়ে শহরের ব্রাক্ষনকান্দা আঙ্গিনায় গিয়ে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী কয়েকশ’ নারী ও পুরুষ ভক্ত রথের দড়ি ধরে টেনে নেন। আগামী ১২ জুলাই শুক্রবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।  

উল্লেখ্য, প্রতিবছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে এ উৎসব অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবধারায় সীমাবদ্ধ না থেকে উৎসবটি এখন সর্বজনীন হয়ে উঠেছে।