Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ঘুণে ধরা সমাজ // কাজী জুবেরী মোস্তাক শিল্প ও সাহিত্য

ঘুণে ধরা সমাজ // কাজী জুবেরী মোস্তাক

এখন আমি ঘুমাতে পারিনা সত্যি আগের মতো ঘুম আসেনা
ঘুমোতে গেলে চোখে ভাসে বিভৎস আর্তনাদ আর কান্না 
ওই অসহায়ের আর্তনাদ যে আমি কিছুতেই ভুলতে পারি না।

এসমাজে এখন আর পথ চলা যায়না বিশ্বাস করুন সত্যি যায়না
পথে নামলে সারিসারি লাশ পায়ের নিচে পা ফেলা যায়না 
এতো লাশ ডিঙিয়ে পা দুটো আর সামনেও এগুতে চায়না।

এসমাজে এখন আর মানুষে; মানুষে ভাতৃত্বের দেখা মেলেনা 
মানুষের সমাজে আজ মানুষের মুখোশেই বাস করে হায়েনা
কে কখন কাকে ছিঁড়ে খাবে একথা ঘুনাক্ষরে কেউ জানেনা। 

যে সমাজের পরতে পরতে আজ উচ্চাভিলাষী স্বপ্নের আনাগোনা 
সে সমাজে আজও অপ্রমাণীত আছে মানুষ আসলে মানুষ কিনা
মানুষ অমানুষ একই মুখোশে বসত তাই মানুষ চেনা যায়না। 

এসমাজে এখন দিনের আলোতে একা হাঁটর সাহস পাইনা ;
অজানা আতংকেই আঁতকে থাকে প্রিয় ভাই, বোন বাবা, মা, 
আর প্রিয়তমা স্ত্রী সেও ভাত নিয়ে বসে থাকে অথচ খায়না।