Opu Hasnat

আজ ৭ আগস্ট শুক্রবার ২০২০,

মোরেলগঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার নারী ও শিশুবাগেরহাট

মোরেলগঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামে মঙ্গলবার বিকেলে বিবস্ত্র অবস্থায় হিরা আকতার নামে এক মাদ্রাসা ছাত্রীর (১২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে বহরবুনিয়া ইউনিয়নের ছাপড়াখালী গাজীর ঘাট দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী গাউস শেখের মেয়ে ও একই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, হিরার মা সকালে তার মেঝ বোনকে নিয়ে বাগেরহাটে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যায়। পিতা গাউস শেখ মেয়ের সাথে দুপুরের খাবার খেয়ে ৩ টার দিকে বাড়ি থেকে বের হয়। বিকেল ৫ টার দিকে তিনি জানতে পারেন বাড়িতে আড়ার সাথে হিরার লাশ ঝুলছে। খবর পেয়ে তিনি বাড়িতে এসে তার মেয়ের বিবস্ত্র গলায় গামছা পেচানো ঝুলন্ত লাশ দেখতে পান। 

হিরার চাচা খলিল শেখ জানান, বাড়ি ফাঁকা থাকার সুযোগে কে বা কাহারা বাড়িতে প্রবেশ করে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে যৌন হয়রানি ও নির্যাতন করে গলায় ফাঁস লাগিয়ে হিরাকে হত্যা করা হয়। 

থানা অফিসার ইন চার্জ, কেএম আজিজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরাতহাল ও ময়না তদন্তে প্রকৃত ঘটনা উৎঘাটিত হবে।