Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

চট্টগ্রাম নগরীতে দুই বাসের প্রতিযোগিতায় একজনের মৃত্যু চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে দুই বাসের প্রতিযোগিতায় একজনের মৃত্যু

আগে যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় বাম পাশ দিয়ে ওভারটেক করতে গিয়ে বাসের ধাক্কায় অপর বাসের হেলপার নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁন্দগাও থানাধীন কালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাস হেলপার মো. ইউসুফ (৩৫) লক্ষীপুর জেলার সদর উপজেলার টুমচর এলাকার আব্দুল লতিফের ছেলে বলে জানিয়েছে পুলিশ। তিনি কালুরঘাট থেকে কোতোয়ালী রুটে চলাচল করা ১ নম্বর বাসের (রাইডার) হেলপার। তাকে ধাক্কা দেওয়া বাসটিও কালুরঘাট থেকে কোতোয়ালী রুটে চলাচল করা ১ নম্বর বাস।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল ১১টার দিকে গুরুতর আহত মো. ইউসুফকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁন্দগাও থানার ওসি আবুল বাশার বলেন, আগে যাত্রী ওঠানোর প্রতিযোগিতা দিয়ে বেপরোয়া গতিতে বামপাশ হয়ে ওভারটেক করতে গিয়ে কালুরঘাট থেকে কোতোয়ালী রুটে চলাচল করা ১ নম্বর বাসের ধাক্কায় একই রুটের অপর একটি বাসের হেলপার নিহত হয়েছে। বাস দুইটি শনাক্ত করে চালকদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।