Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক সভা ফেনীতে অনুষ্ঠিত চট্টগ্রাম

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক সভা ফেনীতে অনুষ্ঠিত

ফেনীতে  মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সেবা বিষয়ক ত্রৈমাসিক অগ্রগতির পর্যালোচনা সভা ফেনীর একটি অভিজাত হোটেলে সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামানের  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যেগে আয়োজিত সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)  ডা. হাসান শাহরিয়ার কবীর। বিশেষ অতিথি ছিলেন ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. বিধান চন্দ্র সেনগুপ্ত, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক  ডা.আমিনুল ইসলাম। সেভ দ্যা চিলড্রেন’র মেডিকেল অফিসার ডা. উৎপল কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অফিসার সাইফুদ্দিন মাহমুদ রাজীন ও সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ। 

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)  ডা. হাসান শাহরিয়ার কবীর  বলেন, মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু রোধে স্বাস্থ্য সেবা বিষয়ক সভার গুরুত্ব অপরিসীম। তথ্য-উপাত্ত যাচাইসহ নিজেদের ভুল গুলোকে সংশোধনের মাধ্যমে সঠিক কর্মপরিকল্পনা প্রনয়ন করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  বিভাগের  গতিশীলতা বৃদ্ধি করতে হবে। এ জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।