Opu Hasnat

আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার ২০২০,

জহুর আহম্মদ চৌধুরীর কবরে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের শ্রদ্ধাঞ্জলি চট্টগ্রামমুক্তিবার্তা

জহুর আহম্মদ চৌধুরীর কবরে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের শ্রদ্ধাঞ্জলি

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ইস্টার্ণ জোনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু মন্ত্রীসভার স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যান মন্ত্রী জহুর আহম্মদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর দামপাড়াস্থ তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের নেতৃবৃন্দরা।

সোমবার সকাল ১০টায় সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের নেতৃতে মরহুমের কবরে  শ্রদ্ধা নিবেদন শেষে আত্মার শান্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, খুলশী থানা কমান্ডার মোঃ ইউছুফ, কোতোয়ালী থানার ডেপুটি কমান্ডার রফিকুল আলম, খুলশী থানার ডেপুটি কমান্ডার লিয়াকত হোসেন, হালিশহর থানার ডেপুটি কমান্ডার আবুল কাশেম, আকবর শাহ থানার ডেপুটি কমান্ডার  মোঃ নুর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ এয়াকুব হোসেন, আশরাফুল আলম, সৈয়দ আহমদ, মোঃ আনোয়ার, হোসেন, প্রনাল চৌধুরী, আবদুর শুক্কুর, দিলীপ দাশ, বাবুল দত্ত, শামসুল হুদা, মরহুম জহুর আহমদ চেীধুরীর সুযোগ্য পুত্র মোঃ জসিম উদ্দিন চৌধুরী, শরফুদ্দিন চৌধুরী রাজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা সাইফুদ্দিন খালেদ বাহার, নওশাদ মাহমুদ রানা, রনজিত কুমার শীল, শহীদ পরিবারের সন্তান আবুল কাশেম ও বীর মুক্তিযোদ্ধার সন্তান কামাল হোসেন টিটু প্রমুখ।