Opu Hasnat

আজ ১ জুন বৃহস্পতিবার ২০২৩,

মানিকগঞ্জে অন্তসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার নারী ও শিশুমানিকগঞ্জ

মানিকগঞ্জে অন্তসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার শাহরাইল গ্রামে তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ রহিমা বেগমের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে গৃহবধূর স্বামী খাইরুদ্দিন পলাতক রয়েছে।

আজ (২৭ সেপ্টেম্বর) সকালে নিজ ঘরের বিছানায় পড়ে থাকা অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রহিমা বেগম ও তার স্বামী প্রতিদিনের মতো শনিবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। সকালে খাইরুদ্দিনের মা ডাকাডাকি করলে কেউ ভেতর থেকে সাড়া দেয় না। পরে ঘরের দরজায় বাইরে থেকে শিকল লাগানো দেখতে পায়। শিকল খুলে ভিতরে গিয়ে ছেলের বউয়ের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে তিনি প্রতিবেশিদের জানান।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রহিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সিংগাইর থানার ওসি সৈয়েদুজ্জামান টাইমটাচনিউজকে জানান, গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।