Opu Hasnat

আজ ২০ সেপ্টেম্বর শুক্রবার ২০১৯,

ভেজাল খাদ্য বর্জনে ‘ফিরেদেখা’র দেশিয় জাতের ফল খাওয়া উৎসব রংপুরসংগঠন

ভেজাল খাদ্য বর্জনে ‘ফিরেদেখা’র দেশিয় জাতের ফল খাওয়া উৎসব

রংপুরে ভেজাল খাদ্য বর্জনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে সাহিত্য-সংস্কৃতি, সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’র দেশিয় জাতের ফল খাওয়া উৎসব অনুষ্ঠিত। 

মঙ্গলবার বিকাল ৫টায় আইডিয়া পাঠাগারে অনুষ্ঠিত ফল উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরেদেখা উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ শাহ আলম, লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল, ফিরেদেখা সভাপতি এমাদউদ্দিন আহমে, সম্পাদক মাসুদ রানা সাকিল, কবি রফিকুল ইসলাম চৌধুরী, এএসএম হাবিবুর রহামন, তাসমিন আফরোজ, রোকসানা সিদ্দীক, জাহানারা আরজু রুবলি, এটিএম মোর্শেদ, মামুন উর রশিদ, এসএম কামরুজ্জামান বাদশা, জিয়াউল আলম ফারুকী, মোঃ শহীদুর রহমান, আমজাদ হোসেন সরকার, তমা, মিমি প্রমুখ। 

অনুষ্ঠানে প্রায় পনেরোটি জাতের দেশিয় ফল সংগ্রহ করা হয়। উল্লেখ্য অনুষ্ঠানের আগে ফিরেদেখা পক্ষ থেকে রংপুরের এই লেখক দলটি সদ্য যোগদান করা রংপুরের বিভাগীয় কমিশনার কে,এম তারিকুল ইসলাম এর সাথে শুভেচ্ছা বিনিময় করে।