Opu Hasnat

আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার ২০১৯,

কাবা শরীফের ছবির উপর শিবের ছবি দেয়ায় নড়াইলে যুবককে গণপিটুনি নড়াইল

কাবা শরীফের ছবির উপর শিবের ছবি দেয়ায় নড়াইলে যুবককে গণপিটুনি

নড়াইলের এক যুবক কাবা শরীফের ছবির উপর শিব ঠাকুরের ছবি দিয়ে ফেসবুকে শেয়ার করায় গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (২৫জুন) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল পৌরসভার উজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে নড়াইল পৌরসভার কাশিয়াড়া গ্রামের গৌতম দত্তের ছেলে তনু দত্ত (২৭)। পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। 

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা  গেছে, গত ২৩ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব আইডি (TD Tanu Dutta) টিডি তনু দত্ত পবিত্র কাবা শরীফের ছবির উপর শিব ঠাকুরের ছবি দিয়ে ফেসবুকে শেয়ার করে। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৫ জুন) স্থানীয় উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তনুকে পেয়ে এলাকাবাসী গণপিটুনি দেয়। বিষয়টি পুলিশকে জানালে তাকে উদ্ধার করে সদরহাসপাতালে ভর্তি করেছে। 

এ প্রসঙ্গে সদর হাসপাতালের কর্তব্য ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘তনু দত্তের বামহাত এক্সেরে  করতে দেয়া হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে হাত ভেঙ্গেছে কি-না। 

পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘আহত অবস্থায় তনুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’