Opu Hasnat

আজ ২৩ অক্টোবর বুধবার ২০১৯,

চট্টগ্রামে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১৭ চট্টগ্রাম

চট্টগ্রামে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১৭

চট্টগ্রামের পটিয়ায় ডাকবাংলো মোড়ে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. নারায়ণ ধর জানান, আহতদের মধ্যে শ্বাসনালী দগ্ধ হওয়ায় শিশুসহ ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

জানাগেছে, পরিবারের বিদেশগামী এক সদস্যকে বিমানবন্দরে বিদায় জানিয়ে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- বেলাল, কামাল, জহির, রফিকুল ইসলাম, আরিফ, লোকমান মিয়া, আলম, ইদ্রিস মিয়া, হেলাল ও মামুন। 

হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধ ১৭ জনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।