Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

রাজবাড়ীতে বাল্য বিয়ের খবর দিয়ে পুরুষ্কৃত হলো আরো দু’জন রাজবাড়ী

রাজবাড়ীতে বাল্য বিয়ের খবর দিয়ে পুরুষ্কৃত হলো আরো দু’জন

রাজবাড়ী জেলাকে বাল্য বিবাহমুক্ত জেলা গড়ার শপথ নিয়ে কাজ করে যাচ্ছেন একজন ফ্রান্স প্রবাসী ও রাজবাড়ীর সন্তান। তার ঘোষনা অনুযায়ী আরো দু’জন বাল্য বিবাহের খবর দিয়ে পুরুষ্কৃত হয়েছেন। পুরুষ্কার হিসেবে পেয়েছেন নগদ ৫ হাজার করে টাকা। মঙ্গলবার বিকেলে ওই টাকা হস্তান্তর করেন রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের রাজবাড়ী সামাজিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. হীরা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তুষার কান্তি সরকার, অর্থ সম্পাদক স্মৃতি ইসলাম ও সদস্য আবির হোসেন অপু।

আমাদের রাজবাড়ী সামাজিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. হীরা জানান, তথ্য দাতাদের দেয়া তথ্যমতে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ডাউকি ও রাজবাড়ী পৌরসভা ৫নং ওয়ার্ড (সজ্জনকান্দা) এলাকার বাল্যবিবাহ বন্ধ করায় রাজবাড়ীর কৃতি সন্তান ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের ঘোষণা অনুযায়ী বাল্য বিবাহের তথ্যদাতা রাজবাড়ী থানার এস আই হিরন কুমার বিশ্বাস ও জেলা ছাত্রলীগের অন্যতম নেতা সাদমান সাকিব রাফিকে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।