Opu Hasnat

আজ ১৫ আগস্ট শনিবার ২০২০,

ছাতকে ইসকনের বালাজী রেষ্টুরেন্টের যাত্রা শুরু সুনামগঞ্জ

ছাতকে ইসকনের বালাজী রেষ্টুরেন্টের যাত্রা শুরু

ছাতকে ইসকন বাংলাদেশের ভক্ত বৃন্দের সহযোগীতায় ঘরোয়া পরিবেশে নিরামিষ খাবার ও একাদশীর অনুকম্প প্রসাদ গ্রহন করে ইসকন ভক্ত বৃন্দের কল্যানের লক্ষ্যে সোমবার সকালে শহরের পাবলিক খেয়া ঘাটস্থ মাহবুব এন্ড মারুফ সুপার মার্কেটে শ্রী কৃষ্ণের নামানুসারে বালাজী রেষ্টুরেন্ট নামে একটি নিরামিষ ভোজি রেষ্টুরেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের সকল স্থানেই ইসকন ভক্ত বৃন্দরা মানব কল্যানে কাজ করে যাচ্ছে। ধর্মীয় অনুশাসন মেনে খাবার দাবার ও ব্যবসা বানিজ্যে সফলতা অর্জন করেছে ইসকনরা। শ্রী কৃষ্ণকে অনুস্মরন করলে পাপাচার ও দুষ্টাচক্র হতে নিরাপদ থেকে সমাজ ও জাতির কল্যানে কাজ করা সহজ হবে। 

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বিভাগীয় নামহট্ট  ইসকন সিলেটের শ্রী পরমপতি জর্নাদন দাস ব্র‏‏‏হ্মচারী, ইসকন ময়মনসিং বিভাগীয় সাধারণ সম্পাদক শ্রী সচিপ্রাণধন নিমাই দাস ব্র‏‏‏হ্মচারী, সংকীর্তন বিভাগের পরিচালক ও পূজারী, ইসকন সিলেটের শ্রী শালগ্রাম গোবিন্দ ব্র‏‏‏হ্মচারী, লাইফ মেম্বার সহকারী পরিচালক ইসকন সিলেটের তপস্বর গৌর দাস, সন্ন্যস মন্ত্রনালয়ের প্রতিনিধি ইসকন বাংলাদেশের শ্রী সংকীর্তন নিতাই দাস ব্র‏‏‏হ্মচারী, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলাশাখার সভাপতি হরি দাস রায়, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি মহন্ত রায়  ছাতক নামহট্ট সভাপতি সচিপতি জগন্নাথ দাস, সাধারণ সম্পাদক ও বালাজী রেষ্টুরেন্টের সত্ত্বাধীকারী শ্রী জীবন আচার্য্য নবব্ন্দৃাবন দাস, অলক চৌধুরী, নিটু ঘোষ, ব্যবসায়ী বিশ্বজিৎ ঘোষ, প্রসেনজিৎ আচার্য্য প্রনজিৎ, মিশন চন্দ মিশু প্রমুখ।

এই বিভাগের অন্যান্য খবর