Opu Hasnat

আজ ২১ জুলাই রবিবার ২০১৯,

ঝালকাঠিতে যক্ষা নিয়ন্ত্রণে কলেজ শিক্ষকদের সাথে নাটাবের মতবিনিময় ঝালকাঠি

ঝালকাঠিতে যক্ষা নিয়ন্ত্রণে কলেজ শিক্ষকদের সাথে নাটাবের মতবিনিময়

ঝালকাঠিতে ‘যক্ষা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কলেজ শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) সোমবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ গোলাম ফরহাদ এতে প্রধান অতিথি এবং গুয়াটন হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম ও টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন জেলা নাটাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম তালুকদার। ‘বিশেষজ্ঞ আলোচক’ হিসেবে ডা. গোলাম ফরহাদ যক্ষা রোগ এবং এর নিয়ন্ত্রণে করণীয় বিষয়সমূহ তুলে ধরেন। 

তিনি অংশগ্রহণকারীদের মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। এছাড়া সভায় সামাজিক আন্দোলন বেগবান করে যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার জন্য অংশগ্রহণকারী শিক্ষকরা অঙ্গীকার করেন। জেলার সরকারি-বেসরকারি কলেজের মোট ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।