Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

মাথাভাঙ্গা নদীর সেতু ধ্বসে চাপ বেড়েছে দামুড়হুদার ঝুঁকিপূর্ণ সেতুর উপর, যেকোন সময় দুর্ঘটনা ! চুয়াডাঙ্গা

মাথাভাঙ্গা নদীর সেতু ধ্বসে চাপ বেড়েছে দামুড়হুদার ঝুঁকিপূর্ণ সেতুর উপর, যেকোন সময় দুর্ঘটনা !

চুয়াডাঙ্গা-মেহেরপুর যাতায়াতের একমাত্র সড়কের চুয়াডাঙ্গা সদরের মাথাভাঙ্গা নদীর উপরের দীর্ঘ দিনের পুরাতন ডাবল লেনের সেতুটির মাঝের অংশে ভেঙ্গে পড়ায় সেতুটির উপর দিয়ে সকল ধরনের ভারী যান বাহন চলাচল নিষিদ্ধ করা হয়। দুই  জেলার একমাত্র সংযোগ সেতুটির মাঝের অংশ ভেঙ্গে পড়ায় দামুড়হুদার ঝুঁকিপূর্ণ  মাথাভাঙ্গা ও গলায়দড়ী ষ্টিলের সেতুর উপর দিয়ে ঝুকি নিয়ে অবাধে চলাচল করছে মেহেপুর-ঢাকা পরিবহনসহ  চুয়াডাঙ্গা মেহেরপুর গামী ভারি যানবাহন এতে যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা এমনি মন্তব্য সচেতন মহলের। 

১৯৬০ সালে চুয়াডাঙ্গা শহরের পশ্চিম পাশে মাথাভাঙ্গা নদীর উপর ১৪০ মিটার দৈর্ঘ্যের ব্রীজটি নির্মিত হয়। যা চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার একমাত্র সংযোগ সেতু। ২০১৫ সালে সেতুটির মাঝের কিছু অংশে ধ্বস দেখা দেয়। পরবর্তিতে ২০১৮ সালে আরেক অংশ ধ্বসে যায়। সর্বশেষ চলতি বছরের ১১ জুন সেতুটির মাঝের একাংশ ধ্বসে পড়ায় চুয়াডাঙ্গার সাথে মেহেরপুর সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছে দুই জেলার লাখো মানুষ।

বর্তমানে সেতুটি বন্ধ থাকার কারণে ওই সড়কের যানবাহনগুলোকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর হয়ে দামুড়হুদার রামনগর,কলাবাড়ী হয়ে কার্পাসডাঙ্গা মুজিবনগর যেতে হচ্ছে। আবার ঢাকা থেকে ফেরার পথে মেহেরপুর গামী পরিবহনসহ ভারী যানবাহন গুলো দামুড়হুদার পুড়াপাড়া হয়ে বিষ্ণপুর অথবা দামুড়হুদা সদরের ঝুঁকিপূর্ণ মাথাভাঙ্গা সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে দীর্ঘপথ ঘুরে ভালাইপুর হয়ে মেহেরপুর য়েতে হচ্ছে। একই ভাবে ঢাকা ঝিনাইদা কালিগঞ্জ হয়ে মেহেরপুর গামী যানবাহন গুলো দামুড়হুদার দর্শনা গলাইদড়ী নামক স্থানের দীর্ঘ দিনে ঝুঁকিপূর্ণ ষ্ঠিলের সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। সেতু দুটির উপর বাড়তি চাপ পড়ায় য়ে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। 

দামুড়হুদা ওদুদ শাহা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন বলেন, চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর যাতায়াতের চুয়াডাঙ্গা বড়বাজারের মাথাভাঙ্গা নদীর উপরের সেতুটির মাঝের অংশ ভেঙ্গে যাওয়ায় দামুড়হুদা কার্পাসডাঙ্গা ভায়া মুজিব নগর যাতায়াতের দামুড়হুদা মাথাভাঙ্গা নদীর উপর ঝুঁকি পূর্ণ একমাত্র সেতুটির উপর বাড়তি চাপ পড়ায় য়ে কোন সময় ধসেপড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই সেতুটি বন্ধ হয়েগেলে এই এলাকার মানুষের জন দুরভোগ চরম আকার ধারন করবে।