Opu Hasnat

আজ ৭ জুন বুধবার ২০২৩,

কক্সবাজার সমূদ্র সৈকতে ডুবে দুই শিশুর মৃত্যু নারী ও শিশুকক্সবাজার

কক্সবাজার সমূদ্র সৈকতে ডুবে দুই শিশুর মৃত্যু

আজ (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে একদল শিশু কিশোর কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে এদের মধ্যে স্থানীয় দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। 

নিহতরা হলো- কক্সবাজার শহরতলীর বাসটার্মিনাল এলাকার লোকমান হাকিমের মেয়ে তছলিমা (১৪) ও একই এলাকার মিনা (১২)।

এ ঘটনায় হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে একই এলাকার নজির আহমদের পুত্র ইউনুছ (৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এর মধ্যে কয়েকজন ভাটার টানে দ্রুত পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে লাইলগার্ড কর্মীরা ৩ জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠালে দুপুর দেড়টার দিকে কতর্ব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজারস্থ ট্যুরিস্ট পুলিশ সুপার আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।