Opu Hasnat

আজ ১৩ নভেম্বর বুধবার ২০১৯,

পাইকগাছায় বজ্রপাতে নিহত ২, আহত ১ খুলনা

পাইকগাছায় বজ্রপাতে নিহত ২, আহত ১

পাইকগাছায় বজ্রপাতে দুই ঘের কর্মচারী নিহত ও এক নারী আহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার বাঁকা গ্রামের অনন্ত ঘোষ (৬০), ডুমুরিয়ার জলিল মোড়ল (৫০) ও আহত নারী বেলা (৪০)। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির সময় বজ্রপাতে উপজেলার লতা ইউপির গদারডাঙ্গা ঘের মালিক আনোয়ারের চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ঘের ম্যানেজার অনন্ত ঘোষ, কর্মচারী জলিল মোড়ল ও বেলা রাণী ঘেরে সার প্রয়োগ করছিল। এ সময় বজ্রপাতে অনন্ত ও জলিলের ঘটনাস্থলেই মৃত্যু হয় ও বেলা রাণী আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় বলে কপিলমুনি পুলিশের আইসি সঞ্জয় কুমার ঘোষ এ প্রতিবেদককে জানান। 

এই বিভাগের অন্যান্য খবর